আজ প্রভাতী আলোয়
তোমার আসার
আগমনি গান,
গেয়ে গেল এক পাখী
সুরে সুরে।
তুমি তো এলেনা
বিরহিনী চাঁদ
বেদনা মাখানো,
আলোক ছটা ছড়িয়ে দিল
দুরে দুরে।
তুমি তো এলেনা
ভিজতে হেথায়
অশ্রু প্লাবিত
শ্রাবনধারা ঝরালো যা
ধীরে ধীরে।


তাং  ০২/০৯/২০১৫