...................................
কত শত অকারণ রণে
পরাজিত এ শহর   ,
আঁখিপল্লব  জুড়ে আসা ঘুমে
নাগরিক জীবনের কোলাহল যত
স্থির হয়ে গেছে।
অকাল বসন্ত আর নাড়া দেয়না।


ভালোবেসে ভালো থেকে যায় তারা
অলস বিকেলে ঢেকে রাখে,  
সোয়েটারে বোনা সবগুলো ব্যথা।
বিহঙ্গীর ডানা ঝাপটানোর কাল ,
মুছে দিয়ে যায় উর্ণনাভ জাল,
এ শহরে আর মায়া জাগে না ।


তবুও এ আমার শহর ,তোমার শহর
অলিতে গলিতে স্মৃতির লহরে
ছোটোবেলাগুলি শাড়িতে ,আঁচলে মাখামাখি ,
হয়ে আজো বেঁচে আছে
হৃদয়জুড়ানো ঝাড়বাতি আর
কাকচক্ষু দিঘিদের জলে,
আমাদের ভালোবাসা নিয়ে।