জীবনের কালো পাতা গুলো
পুড়িয়ে ফেলতে চাই,
বুকের ভিতর কষ্টটাকে
মুছে ফেলতে চাই -
আমি আজ অতীত হতে চাই !


ঝিমঝিম ওই মাথার ব্যারাম
সব ভুলিয়ে দেয়,
ঝিমঝিমানির বাঁধন থেকে
মুক্তি পেতে চাই -
আমি আজ অতীত হতে চাই !


বর্তমানটা চোখের জলে
বুক ভাসিয়ে দেয়,
আমি এই প্লাবন থেকে
প্রাণ বাঁচাতে চাই -
আমি আজ অতীত হতে চাই !


রঙ বেরঙের ভালোবাসা
ফিকে কালো সাদায়,
আগুনের ওই পরশ নিয়ে
রঙিন হতে চাই -
আমি আজ অতীত হতে চাই !


হারিয়ে গেছে অনেক কিছু
হেরে গেছি আজ তাই,
ব্যর্থতাকে ভুলিয়ে দিয়ে
বিজয়ী হতে চাই -
আমি আজ অতীত হতে চাই !


খুঁজে পাবো সেই আমাকে
শূন্য গগন বাসায়,
অতীত হয়ে সবার বুকে
বেঁচেই থাকতে চাই -
আমি আজ অতীত হতে চাই !
আমি আজ অতীত হতে চাই !