কয়েকখানি অনুষ্ঠানে
ছিলনা মোর চিহ্ন,
কর্মকান্ডে যোগ ছিলোনা
“ফালতু” তারি জন্য ।


পুরানো সেই স্মৃতির পাতায়
যদি যেতিস ফিরে,
দেখতি কতো “ফালতুগিরি”
করেছি বুক চিরে ।


“ফালতু” যদি  আগে শুনতাম
শুধরে নিতাম তখন,
“ফালতু” বলে “ফালতু” ডেকে
যন্ত্রণা দিস এখন ।


জানি আমি “ফালতু” এসব !
“ফালতু” আমি একা ?
পুরানো সেই পাতাগুলো
‘‘আরেকবার হোক দেখা’’।