এই ধরণীর মুক্ত আকাশ
হৃদয় খোলা মাঠ,
পড়াশোনার বাইরে আছে
মানুষ গড়ার পাঠ ।


শিখবি যদি আয়রে ছুটে
আনন্দ উল্লাস,
দেখবি কেমন জুড়ায় এই মন
দুঃখ হবে নাশ ।


সুস্থ সতেজ তাজা বায়ুর
অফুরন্ত নিঃশ্বাস ,
ড্রিল,ছড়া,পিটি,নৃত্যের তালে
দেহ গড়ো বারোমাস ।


প্রাণ জাগানো বিকেল মাঠে
সবুজ সবুজ ঘাস ,
বুলিয়ে দেবে শীতল পরশ
মিটবে মনের আশ ।


সব পেয়েছির আসর মাঠে
ছুটে আয় ছোট্টরা,
কেমন করে মানুষ গড়ে
দেখে নে আজ তোরা । ।