বিবর্ণ বাতাসের ধূলিকণা আকড়ে ধরে-
ভেসে বেড়াই এই নিষ্ঠুর সমাজে,
যেখানে নেই রঙিন আলোর স্বপ্ন
তারারা মিটমিট করেনা গগন মাঝে । ।


কত গুলো নিপীড়িত মানুষের হাহাকার !
ফুটপাতের ধারে থাকা হাপরে,
আর্তনাদ  শুধু একটাই এই ভদ্র সমাজে-
বাঁচতে দাও, ভাত-কাপড়ে । ।


বিকেলে ওঠা কালবৈশাখীর ঝড়
লন্ডভণ্ড করে দেয় প্রকৃতিকে
তেমনি মাঝে মাঝে লন্ডভন্ড হয়ে যায়
দেখে চন্ডালের শক্তিকে । ।


মুক্তি চাই মুক্তি চাই কলরব শুনি
পাষণ্ড সমাজের বেড়াজাল থেকে,
আলোর পথে হাঁটতে চাই , রঙিন আলোর মাল্যখানি, জ্বালিয়ে নিয়ে বুকে । ।


জানি সেই সুদিনের প্রতিক্ষার অবসান
শীঘ্রই অবশ্য ঘটবে
কালো অন্ধকারময় রাত্রি শেষে
নতুন সূর্য উঠবে । ।