খেলার মাঠে আসর গড়ে
পতাকা তুলেছি,
সাম্য মৈত্রী ঐক্যর গানে
জীবন গড়েছি । ।
জাতি ধর্মের বিভেদ যখন
সমাজকে দেয় নেড়ে,
ছোট্ট ছোট্ট শিশুর চরণ
যায় সবকিছু  মেড়ে । ।
শান্তি মুক্তি আলোর পুলক
ছড়ায় নাচে গানে,
অবিচল এক ছন্দধারা
বাজে আমার প্রাণে । ।
আকাশ পানে তাকিয়ে দেখি
শতশত ছবি আঁকা
বলাকার ওই ডানায় ডানায়
আমার আসর পতাকা । ।
আসর রবে উর্দ্ধে , মোদের
দেখাবে পথের দিশা
মেঘের বৃষ্টি সৃষ্টি হয়ে
মেটাবে মনের পিপাসা । ।