নীল আকাশটা দেখলে কালো
চাষির মুখে হাসি,
চাতক পাখি আকাশ জুড়ে
বাজায় খুশির বাঁশি । ।


চোখের তারা কালো তাতে
নজর কাড়ে ভালো,
রঙবে রঙের আলোর সাজ
হলে রাত্রি কালো । ।


চুলে  রঙটা ফিকে হলে
মনটা যায় বিষে,
ফুরফুরে  ওই কালো চুলে
আনন্দটা পোষে । ।


কালো কাপড় মুখে বেঁধে
প্রতিবাদটা জানায়,
কালো টিকা থাকলে গায়ে
নজর তো লাগে নাই । ।


চোখ বন্ধ করলে কালো
স্বপ্ন দেখি কালের,
অমাবস্যা হয় বলে ভাই
জৌলুস বাড়ে চাঁদের । ।


কালো ছাড়া জীবন বৃথা
রক্ত জমেও কালো,
গায়ের রঙটা কালো বলে
“নয়কো মেয়ে ভালো ”?