পথের ধারে দাঁড়িয়ে আমি
কোথায় আছিস তুই?
বাগানে আজ ফুল ফুটেছে
গোলাপ চাঁপা জুই ।


দেখবি যদি আয় ছুটে আয়
পরান ডিহির মাঠে,
বসে আছি একলা আমি
সূর্যি গেছে পাটে । ।


প্রজাপতির রঙিন ডানায়
বাঁধা আছে রামধনু,
ছন্দ বাজে মেঘে মেঘে
বাজে রাখালের বেণু । ।


তাকিয়ে আছি পথের পানে
যদি পাই তোর দেখা,
শোনাবে তোকে সেই কবিতা
যা আছে মনে লেখা । ।


জোনাকিদের ঝিকিমিকি
পাখির কিচির মিচির,
হালকা হালকা শীতল বাতাস
ঘাসের উপর শিশির । ।


রাত্রি কতো হলো গভীর
খোলা চোখ কান,
আসবিনা তুই ! সেটা জানি-
করেছিস “অভিমান ”। ।