ধরণীর এককোণ থেকে
আসিছে মৃদ্যুল বাতাস
ছড়াচ্ছে তার গাম্ভীর্যতা-
প্রাসাদ,বৃক্ষ আর জ্যেতিষ্ক ভরা আকাশ ।


সেই মূহুর্ত
বাড়িছে হৃদয় স্পন্দন
কাঁপিছে পা থরথর,
সেই মূহুর্ত
না জানি কী হয়
শরীরে করেছে একদল চিন্তা ভর । ।


মন থেকে কেড়ে নিচ্ছে স্বস্তি
যত কাছে যায় ততই
সেই মূহুর্তের দিকে
তাকিয়ে আছে সবাই
স্পন্দন বাড়ুকনা যতই । । ।


সেই মূহুর্তে
উৎসাহ দেয় একে অপরকে
কিন্তু
টেনশেনে সবাই,
যত ঘনিয়ে আসছে সেই মূহুর্ত
মনকে এই মন ভাবাই । । । ।


সে না আমি
দুশ্চিন্তা এখন সবার মাথায়
ঘনিয়ে এলো সেইকাল
ইতিহাসের পাতায় । । । । ।


সেই মূহুর্তে
ভাবনার উদয় হলো
ফেলে আসা বারোটি বছর পর
“আরেকবার আশা জাগিল ” । । । । । ।