(১)


পাখি কিচিরমিচির  করে,
তাকিয়ে দেখো দূরে,
লেজ নেড়ে ওই বানর ভায়া-
ডাকছে ঘুরে ঘুরে ।


মা ফেরেনি ঘরে,
মা গেছে কোন দূরে,
ক্ষিদের জ্বালায় বসে পাখি-
কাঁদছে সুরে সুরে । ।


                (২)


মিনি করে বায়না,
চায় ফিতে আয়না,
বারে বারে কাঁদে তবু
বাবা এনে দেয় না ।


ইংল্যাণ্ড, ফ্রান্স ঘুরে
চায় যেতে চাইনা,
বারে বারে কাঁদে তবু-
বাবা নিয়ে যায় না । ।