চেনা চেনা বিকেলটাও
কেমন যেন অচেনা,
আপন ঘরে পরবাসী
মাঠের কোণেই আস্তানা ।


চুপিচুপি দাঁড়িয়ে থাকি
সীমানা ঘেষা দেওয়ালে,
না জানি আর, কি আছে লেখা
আমার পোড়া কপালে ।


বিষাক্ত এক পরিবেশে
আসক্ত এক নেশা,
এতো আমার ধর্ম নয়-
নয়তো আমার পেশা ।


তবুও কেন মান হারাতে
ডুব দিই ওই নদে,
যেখানে দুখ, কাঁটায় ভরা
প্রতি পদে পদে ।


পুরানো সেই স্মৃতি গুলোই
আবার জাগে কল্পনায়,
খোলা ছাদের স্বপ্ন গুলো
ডাক দেয়, তুই ফিরে আয় ।


মান দেখাতে, মান ভোলাতে
যায় না আমি তীরে
পুরানো সেই দিনের আশায়
তাকায় ফিরে ফিরে । ।