রাস্তা যতই কঠিন হোক
আগামী দিনের পথ,
আসুক নেমে দু:খ শোক
চলবে জীবন রথ ।


জীবন মানে ভাঙা গড়া
আঁকাবাঁকা মোড়,
জীবন মানে গল্প ছড়া
ছোট্ট নদীর জোড় ।


আলো আছে, কালোও আছে
আছে কতো জ্বালা,
হিংসা, চক্র, লোভের মাঝে
আছে প্রেমের মালা ।


তর্ক যুক্তি আরেক অঙ্গ
হারা জেতার খেলা,
রাজনীতিও জমাট রঙ্গ
সকাল, রাত্রি, বেলা ।


জীবনটাকে জীবন দিয়ে
বাঁচিয়ে রাখার নাম,
জীবনের মূল্য জীবন নিয়ে
সস্তা নয় তার দাম ।