ভাবনার ভাবাবেগে ভাবায় আমায় ।
দীনমনে হীনতার বোঝাকে থামায় । ।


ভাবগুলো হিজিবিজি, বাস্তবে বাস ।
কাজ নাই হাতে, কাটি বসে ঘাস । ।


কল্পনার জাহাজেতে আকাশে চরি ।
যদি পাই দেখা এক স্বপ্নের পরি । ।


লাল,নীল,সাদা কতো রামধনুর রঙ ।
মেঘগুলোর নানা ভেক, সাথে কত ঢঙ । ।

নীল জামা লাল জামা পরে কত ফুল ।
শীতল বাতাসে তারা মেলেছে যে চুল । ।


ভাবনার ভাবাবেগে ভাবায় আমায় ।
কিজানি কী দুঃখে, মনকে কাঁদায় । ।


লালঝুঁটি কাকাতুয়া বলাকার ডানা ।
কত রঙ দুনিয়ায় নেই মোর জানা । ।


এতো বড়ো ভূবন, তার রঙেতে রঙিন ।
চাই এক ফোঁটা শুধু , রঙের জমিন । ।


ভাবনার ভাবাবেগে আমাকে ভাবায় ।
সাদা-কালোর দিকে নয় রঙিনে ঝাপায় । ।