দুই বাংলার বিভেদ করে
ইংরেজ করেছে ভুল,
পারেনি ভাগ করতে আজোও
রবীন্দ্র নজরুল ।


গঙ্গা পদ্মা নাম আলাদা
একই নদীর জল,
রবীন্দ্র নজরুল বাংলা মায়ের
সোনার দুটি ফল ।


রবীন্দ্র আজো হৃদয় মাঝে
নজরুল আছে অন্তরে,
ভারত বাংলা এক হয়েছে
এদের যাদু মন্তরে ।


রবি ঠাকুরের জন্মদিন
আনন্দে কেটে যাই,
নজরুলের শুভ জন্মদিনে
বিদ্রোহের গান গাই ।