শরৎ এলো বর্ষা গেলো
পড়ল মায়ের চরণ,
আনন্দে আজ মাতোয়ারা
মা কে করে বরণ । ।
ঢাকের কাঠি পড়ছে ঢাকে
ছড়িয়ে গেলো গন্ধ,
শিশুদের ওই পাঠশালা আজ
পুজোর লাগি বন্ধ । ।
খুশির হাওয়া কাশের গায়ে
সাদা মেঘের ভেলা,
কচি কচি ধানের মেলায়
শরৎ শরৎ খেলা । ।
দুঃখ সবার নাশ হয়ে যাক
জীবনের নিক স্বাদ,
শারদীয়ার এই শুভক্ষণে
দিয়ো মোদের আর্শিবাদ । ।