ছোটো ছোটো শিশুদের
বোঝা দিলো বাড়িয়ে—
বিকেলের সোনা রঙ
সব গেলো হারিয়ে ।


অঙ্ক , বাংলা
খুব ঢোকে বিকেলে,
ইতিহাস খুব সোজা
পড়ে নিয়ো সকালে ।


সারাদিন ইস্কুল
সন্ধ্যায় ইংরাজী,
পড়া না পারলে
আমি নাকি খুব পাজি ।


টিউশন কেড়ে নিলো
বিকেলের খেলাটা,
মন আজ খুব খারাপ
কেটে গেলো বেলাটা ।


স্যার বলেন, পড়া আগে
পরে তুমি খেলো,
চাকুরি জোগাড় করে
পাখা দুটি মেলো ।


বাবা বকে খুব রেগে
পড়া চাই পড়া,
টাই বুট স্যুট পরে
জীবনটাকে গড়া ।


আমি বলি বাবা তুমি
এতোটা ভাবুক,
শিশুরাতো শিশু হয়ে
আগেতো বাঁচুক ।