বসে ভাবতে থাকি কি লিখব!
হঠাৎ আজগুবি যা খুশি লিখতে থাকি
সব কিছুই বেমানান লাগে,
পানসে লাগে চাঁদ;আবার তুমিও।


সকালের লোকাল ট্রেন,লিকার চা
এমনকি প্রথম জ্বালানো সিগারেটটাও;
সবই কেমন যেন ফিকে ফিকে লাগে,
মন বড়ো বয়স্ক হয়েছে আজকাল!


তবুও যৌবনের গন্ধে সিক্ত হয় কাম।
প্রেমকে অনেক কাল হল খুঁজে পাইনা
হয়তো কোনো অতীত বিরহে বিভোর;
এদিকে আবার সদ্য প্রেমে পড়া ছেলেটা
“ইউরেকা-ইউরেকা”বলে দু'হাত তুলে ছুটছে,
হে ‘বিশ্বময়’এই অবোধ প্রেমিককে তুমি বাঁচাও-


কাব্যগ্রন্থ-'এক চিঁলতে প্রেম'