আমি  সেই রবী
দেখিনি আমি  ভারত  স্বাধীন
কিন্তু দেখেছো তুমি
দেখিনি  আমি  মুক্ত  ভারত মাতা
দেখছো তুমি।
দেখোনি তুমি  যা  দেখেছি আমি
দেখোনি তুমি চট্টগ্রাম ,
দেখোনি তুমি জালিয়ানওলাবাগ,
দেখোনি তুমি ভারত মাতার  সন্তানে হাজার  হারাজ  মিতু
দেখোনি তুমি খুদিরাম ,
দেখোনি তুমি  নেতাজী ,
এই  সব  দেখেছি আমি ,,
আমি  সেই  রবী ॥॥॥


কিন্তু তুমি  এসব পরে ও
আজ স্বাধীন
আজ  স্বাধীন  নাগরিক  তুমি
তার  প্রমাণ  দাও বারবার
সেই  বীর সেনা  দের  জন্ম দিন এ কিংবা  ভারত মাতার জন্ম দিন এ
কতো অনুষ্ঠান  কতো সম্মান


কিন্তু.....কিন্তু


পরের দিন ভারত মাতাকে পরে থাকতে দেখোও চলে জাও তুমি মুখ ঘুরিয়ে চলে জাও
এসব  দেখেছি আমি
আমি  সেই রবী...॥॥॥