আমি কবি হতে চাইনা
আমি কর্মী হতে চাই।
আমি নকল হতে চাইনা
আমি মানুষ হতে চাই।
যখন মানুষ মরছে
যখন শিশু কাঁদছে
তখন কলম ধরতে চাইনা
তখন গর্জে উঠতে চাই।
যখন হিংসা মাথা তুলছে
তখন ভালোবাসতে চাই।
আমি ভালোবাসতে চাই মানুষকে
আমি বিলিয়ে দিতে চাই নিজেকে।
আমি কথা বলতে চাই,আমি লিখতে চাই।
আমি যন্ত্রণা দিতে চাইনা
আমি মুক্তি পেতে চাইনা।
আমি হাসতে চাই।
আমি বাঁচতে চাই।
আমি চিৎকার করতে চাইনা
আমি শান্তি চাই।
সবাই বাঁচুক সবার সাথে
আমি এটাই চাই,
আমি এটাই চাই।