উচ্ছে ফুলের পাপড়ির ওপর পড়া রোদ
তোমার মুখের ছটার কথা মনে পড়ায়।
রোদ্দুরে মেলা ভেজা গামছা...
তার উষ্ণতায় খুঁজে পায় তোমার পরশ।
যখন দেখি মাচার ওপর কুমড়োর জালি
তখন মনে পড়ে তোমার কোঁকড়ানো চুলের কথা।
কত কিছু মনে পড়ে, কত কিছু।
ভাবি যে আর মনে করবনা তাও আশে ওরা।
ওরা স্মৃতি দিয়ে মায়াজাল বোনে।
আমি আটকে আছি এখনও সে জালে।
অদৃশ্য ওই বন্ধন কাটার শক্তি সঞ্চয় করছি।
বেরোব ওই জাল কেটে একদিন ঠিক।
সময় লাগছে, সময় লাগে, সময় লেগেছে,
ওই সময়ের কাছেই সবাই একদিন হার মেনেছে।
স্মৃতির ক্যানভাসে সে মুখ আবছা হবে একদিন।
একদিন আবার বেঁচে উঠবে মরে যাওয়া হৃদয় টা।
সেইদিন, হ্যাঁ সেইদিন, আবার আমি হাসবো।