তুই তো রে ভাই রাজা হলি প্রসাদ খানি গড়ে
মানুষ গুলো কষ্টে কেনো পথের ধারে পড়ে?
তোর ঘরেতে নুতন আলো,সুখের ভিতর বাস
অন্ধকারেই মরবে ওরা এটাই কি তুই চাস?
তুই তো রে ভাই জ্ঞানের বাণী ঝাড়িস ঝুড়ি ঝুড়ি
ওদের ঘরে ভাত জোটেনা,বাঁচতে শুধু মুড়ি?!
তুই তো বসে চব্য চোষ্য লেহ্য পেয় খাস
পান্তা ওপর নুন জোটেনা,ওদের সর্বনাশ।
তুই তো চাপিস জুড়িগাড়ি,যেখানে মন যাস
চেয়ে চেয়ে দেখে ওরা, মনের ভিতর আশ।
কাজের বেলায় মুখটি বাঁকা,বুড়ো আঙুল দেখাস
তুই তো ওদের ধরে ধরে কাজের মর্ম শেখাস!
ভুল ভাঙবে যেদিন ওদের,সেদিন কোথায় যাবি?
জল বিনেতে মাছের মতন শুধুই খাবি খাবি।
একদিন ঠিক জাগবো মোরা,হিসাব বুঝে নোবো
কড়াই গন্ডায় তোরটা যা হয় ঠিক পুষিয়ে দোবো।
ছোটো খাটো দাবি মোদের,বেশির লোভ তো নাই
কোনরকম টেনে টুনে, দিন যে চলে যায়।
সহজ সরল মোদের দাবি না মেটালে পরে
সিংহাসন সমেত তোকে,দেব হাপিস করে।
আমরা আছি তাই তো রে তোর এত সুখে থাকা
সরলে পরে আমরা সবাই বুঝবি মজা একা।
আমাদেরই শ্রমের জোরে তোদের ফানুস ওড়ে
মোদের লাশে পা দিয়ে তুই গেলি উপর চড়ে।
আমরা হলাম সর্বহারা কিছুই মোদের নাই
কত ধানে চাল কত হয়,দেখবি এবার আয়।