আসতো লেখা আপন মনে
হারিয়ে গেল কিসের সনে
তাই তো জানিনা, কিছুই লিখি না।
লিখলে পরে নিজের মনে
শান্তি আসতো জীবন সনে
আর তো পারি না,তাইতো লিখি না।
সবাই আছে নিজের মতন
বেঁচে আছি সাধ্য মতন
চিন্তা ছাড়ে না,মিথ্যা বলি না।
মাথার ভিতর আছে ব্যামো
শুধু বলে পথে নামো
নামতে পারি না,চলতে পারি না।
আসল নকল ঘোরের খেলা
ভূত পাঁচালী দাবার মেলা
বুঝতে পারি না,লিখতে ছাড়ি না।
আমার আছে লিখতে মানা
কাব্য করি মগজ কানা
শিখতে পারি না,কথা মানি না।
মগজ ঘরে ঘোরতর ভুল
ভেবে হারাই নিজের দুকূল
থামতে পারি না,বাঁচতে ছাড়ি না।
অকাট মূর্খ হদ্দ কানা
নিজে নিজের পথ চিনিনা
চলতে ছাড়ি না,থামতে পারি না।
কাব্য আমার শেষ যদি হয়
নিজের ভিতর চুপ করে রয়
কিচ্ছু হবে না,রাখতে পারি না।
নামের নেশা যাক ঘুচে যাক
যাক কেটে যাক মোর উঁচু নাক
কর্ম বাঁচুক না,তবুও পারি না।
নামের নেশা বিষের সমান
নেয় কেড়ে নেয় বুদ্ধি কামান
বিপথ যেও না, সত্য ছেড়ো না।
কুপথ সুপথ তর্ক ছাড়ি
মানুষ মাঝে কর্ম করি
মানুষ ছেড়ো না,মানুষ ছাড়ি না।