আয় দেখ আমি এসে গেছি
আমি পাগল!
আমি রুদ্র সেজেছি।
আয় আমার যা আছে সব নিয়ে নে
সব কেড়ে নে।
কেড়ে আগে নিজের টা বুঝে নে।
আমি দুহাত মেলে দাঁড়িয়ে আছি
যেভাবে পারিস যখন পারিস
আমার কাছ থেকে নিয়ে নে।
কেড়ে নে আমার যা কিছু আছে
আমার মান অপমান সুখ-দুঃখ সব কেড়ে নে।
কিরে নিজের আখের গুছিয়ে নে।
গুছিয়ে নিয়ে চলে যা।
ফিরেও তাকাবিনা।
আমাকে ক্ষ্যাপা মাথামোটা যা ইচ্ছা বলে নে।
শুধু আমি যেটুকু দিতে পারি সেটুকু তো নিঙড়ে নে।
এত করে বলছি তাও বুঝতে পারছিস না?
ওরে স্বার্থপর হ স্বার্থপর হ স্বার্থপর হ!
আমি মানুষকে ভালোবেসে ফেলেছি
আমি চেয়ে চেয়ে কাছে টানতে শিখে গেছি।
তুই না নিলে আমি জোর করে দেব।
ক্ষুদ্র সামর্থে যা আছে তাই বিলিয়ে দেব।
তাতে তুই অপমান করলে,লাথি-ঝাটা দিলে কষ্ট হবে।
সে কষ্ট তোকে বুঝতে দেব না।
নিজে মানুষ হতে পেরেছি কি পারি নাই জানিনা।
তবে তোকে আর তোদেরকে মানুষ করে ছাড়বো।
হিংসা-বিদ্বেষ আছে সে আমি জানি।
তবু আমি বৈরাগী প্রেমিক হয়ে মানুষের জয়গান গাইব।