কি লেগেছে বিষম ধাঁধা
বিষের ঘোরে মানুষ বাঁধা।
ঘুরছে ফিরছে বিষের ঘোরে
আসল রতন লুকিয়ে মরে।
বিষের মজা হরেক রকম
ধরতে গেলেই করবে জখম।
ঘর করেছে উপর ঘরে
হৃদের ভিতর হাঁপিয়ে মরে।
না জানি গো তত্ব কথা
জন্ম মালায় মানুষ গাঁথা।
ছন্দ বদ্ধ সুখের মালা
আটকে গেলেই বাড়বে জ্বালা।
জানি সবাই নিজেও জানে
কইছে কথা কানে কানে।
যার পিছনে ছুটে মরা
ধরা দিয়েও দেই না ধরা।
মনের খেলা মানের পতন
রাখছো কাকে জড়িয়ে যতন?
কোনো মতেই থাকবে না
রাখতে তুমি পারবে না।
সবার মাঝে বিলিয়ে দাও
শূন্য করে পূর্ণ পাও।
বুকের মাঝে রাখলে ধরে?
কী পেলে মন যতন করে?
হিসাব খাতা খুলে দেখো,
কোনো হিসেব মিলবে নাকো।
হিসাব কিতাব ডিক্রি জারি
মরা বিষের বাহাদুরি।
কোনো কিছুই থাকবেনা
কেউ যে ভালো বাসবেনা।
সবার সাথে মিশলে পারে
সব জনাকে সমান করে।
সবাই সমান হবে যখন
আসল সুজন হাসবে তখন।