সোনার বরণ,চাঁদের গড়ন
এসব কিছু চাই ই চাই।
সাথে সাথে আমরা যেনো
সোনা দানা অনেক পাই।
একটুখানিও কালো হলে
আমাদের তো চলবেনা,
কাঁচা টাকা লাগবে ভালোই
ভুললে পরে চলবেনা।
দানের জিনিস নেবো গুনে
কোনোকিছুই ছাড়ব না,
ছেলের জন্য সোনার হার
তার কমেতে মানব না।
মোটরগাড়ি, খাট পালঙ্ক
ওসব কী আর বলতে হয়?
ওসব জিনিস না চাইতেই
নিজে থেকে দিতে হয়।
যতই মেয়ে শিক্ষিত হোক
আমাদের কী আসে যায়!
মেয়ের ওপর করছি দয়া
উচিত মতন মূল্য চাই।
মেয়ে মশাই ঘাড়ের বোঝা
আপনি বোঝেন ভালোই তা,
সেই মেয়েকে নিচ্ছি ঘরে
আমরাই তো বিধাতা!
না হয় একটু ঋণ করবেন
বিয়ে টুকু দিতে গিয়ে,
এরপরে যে বেশ ঘুমোবেন
নাকের ভিতর তেল দিয়ে।
আর,
মেয়েকে মশাই আপনি তো আর
জলে ফেলে দিছেন না,
মহা সুখে থাকবে মেয়ে
এই কথাটাও বুঝেন না?
জামাই পেলেই মেয়ে পাবে
কথা তো সবাই জানে।
পাঁচ সাত লাখ যাই রেখেছেন
ছাড়ুন দেখি মানেমানে।


ছেলে বিচলে এর কমতে
মোদের কি আর মান থাকে?
কিন্তু এটায় জগৎ রীতি
এই কথাটি বোঝায় কাকে!


আরে মশাই, আমরাও মানুষ
মোদের বুকেও কষ্ট হয়।
টাকা পয়সা কী আর বলি,
পেতে গেলে করতে হয়।।


সে যাই হোক,আপনি এবার
সব জিনিসের দিন যোগান।
আমি এখন সাজায় গিয়ে
টাকার গাছের ফুল বাগান।।