তুমিই চাচা আসল পুরুষ,তুমিই কেবল জ্ঞানী,
আমরা হলাম আমড়া চোখো,ঘোড়ার ডিম্ব জানি।
চাচা তুমি প্রাণের দয়াল, চাষার ঘরের হাল
তোমায় ছাড়া সবই বেকার,নৌকা ভাঙা পাল।
তোমার কথা,তোমার আদেশ,একবাক্যে মানি
তুমি ছাড়া নাই পরকাল,ভালো করেই জানি।
চাচা তুমি যাই বলবে শুনবো পরাণ ভরে,
তোমার চরণ রাখবো চাচা,মাথার ওপর ধরে।
তোমার চোখের ভিতর চাচা বিশ্বভুবন বাস,
তোমার কথা না শুনিলেই হইবে সর্বনাশ।
তুমি চাচা সবার উপর,কেউ তো সমান নয়,
তোমার উপর কইবে কথা,তাই কখনো হয়!
তোমার বলা কথার উপর প্রশ্ন চলে না,
তোমার হুকুম না পাইলে সূর্য ঢলেনা।
চন্দ্র সূর্য ঘুরছে চাচা তোমার কথাতেই
সবার চিন্তা,ভাবনা সবার,তোমার মাথাতেই।
সকল ধনের মালিক তুমি,মহলখানাও খাস
এই কারণেই হইছি চাচা তোমার চরণদাস।