কুড়িয়ে পাওয়া জলের রঙ
কাঁচের ওই জারে রাখা টুকরো নুড়ি পাথর,
বোকা বাক্স নিজে নিজেই চলছে
সে যে একা বড়ো।
চাকচিক্যের কোলাহলে চাপা পড়ে গেছে কৃষকের আর্তনাদ
ডুবে গেছে গরীবের হাহাকার,
বেকারের চিন্তা মূল্য পাইনি কারোর কাছে,
রাজনীতির আঙিনায় এরা সব দাবার গুটি..
রাজা আসে, রাজা যায়
ঘড়ির সময় এগিয়ে চলে
নতুন দিনের স্বপ্ন দেখানো সময় এদের পাঁকেই পুঁতে রাখে
সাক্ষী থাকে মাথার ওপর ঘোরা শিলিং ফ্যান।