সকল সময় জ্ঞানের বাণী
চলবেনা আর চলবেনা।
দূরে থেকে কুৎসা গাওয়া
চলবেনা আর চলবেনা।
সিংহাসনে আছো চড়ে
সাথে মোদের মিশছনা,
অন্নে তোমার গোয়াল ভরা
একটু মোদের দিচ্ছ না।
নিজের আখের বেশ গোচাচ্ছ
মোদের বেলা ভাবছনা।
বল্লে পরে মোদের দাবি
কানের পরে তুলছ না।
নিজে নিজেকে মহান বলা
এমন ধরা চলবে না।
আমরা কেউই নইকো গাধা
ভুললে পারে চলবেনা।


আমরাও তো ভাই মানুষ।
ঘাসে মুখ দিয়ে আমরাও চলি না।
আগে আমাদের সঙ্গে মেসো
আমাদের সাথে হাতে হাত মিলিয়ে
আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
আমাদের সাথে খাটো।
তখন তোমার কথা শুনবো।
আমাদের মত আগে কাজ করো,তারপর বলো।
তাহলে মানবো তুমি কাজের লোক বটে।
আগে কাজ তারপর কবিতা।
ইচ্ছা আছে?দম আছে?