দেওয়ালের প্লাস্টার খসে ইট বেরিয়ে পড়েছে,
বেআব্রু হয়ে গেছে তার সম্মান,
দগদগে ঘা সে এখন,
চোখের কাঁটা..
রক্তাক্ত লাল রঙ দিন দিন ফিকে হয়ে আসছে
কোনরকম চেষ্টা ছাড়াই দাগ গুলো চোখে পড়ে,
সভ্যতার কুর্নির আঘাত স্পষ্ট।
তার চারপাশের বন্ধুরাও তাই,
পার্থক্য একটাই,
তাদের ওপর এখনো প্লাস্টারের চামড়া লেগে আছে।
আচ্ছা...ওদের দম বন্ধ হয়ে আসে না?
ভাবতে ভাবতে অবক্ষয়ের দিকে এগোয় সে
তার কোনো দুঃখ নেই
জানে একদিন বাকিদের অবস্থাও একই হবে।