আয় তো দেখি!
আয় সাথে আয়।
সবে সাথে মিলে
গান গেয়ে যাই।
হাতে হাত রেখে সাথে সাথে ঘুরি
লাটাই নাইকো সুতো কাটা ঘুড়ি।
এসো মানুষের সাথে মিশি
হোক অবসান নিশি।
এসো নিজেকে ভুলিয়ে দি
এসো মতে পথ মিলিয়ে দি।
কত তো হলো কাব্য বার্তা
নিদান নিজেই দিয়েছে কর্তা।
মানুষ উপর নাই
এটুকু বোঝা যে চাই।
সাথে সাথে আসি
সাথে সাথে মিশি।
ভেবে লাভ কিছু নাই
চিন্তা ভাবনা নাই।
কাজ করো কাজ, কাজকে ধরো
মানুষ সাধন যতেনেতে করো।
সাথে সবে মিলে যাও।
হাতে হাত রেখে গাও।


গাও মুক্তির গান, জীবনের গান
মানুষের মাঝে জীবন প্রমাণ।
তুমি শুধু ভালোবেসে যাও।
কথা কাজে মিল দাও।


এসো মানুষের কথা বলো
দীন দুঃখী সাথে চলো।
তোমার পায়ে বন্ধন নাই
কোনো ভেদাভেদ নাই।


এসো বন্ধু,
সাথে মেশো।
মুক্তির স্বাদ পাও
নিজেকে বিলিয়ে দাও।