ফসকে লাগাম ছুটল ঘোড়া
ঘোড়া খানি ধরবে কারা।
মত্ত ঘোড়া দারুন ছোটে
হাওয়ার বেগে কেশর ওঠে।
কেশর দেখো ঘোড়া ছোটাই
সহিস বসে চাবুক পেটায়।
চাবুক খানি শক্ত বড়ো
আঘাত দিতে নড়ো চড়ো।
নড়বড়ে দেখ লাগাম খানি
খাচ্ছে না তো খোলের ছানি।
ঘোড়া ছোটে অাপন বেগে
পড়িস উঠিস ধাক্কা লেগে।
মাটির পরে মাটির কামড়
চামড়া কেটে দোলাই চামড়।
মুন্ডু মাথা নাই কিছু নাই
যা মন হয় তাই করে যায়।
লাগাম কাটা ঘোড়ার ঘাড়ে
চাপলো কি ভূত হঠাৎ করে?
ভূতের আবার রঙ্গ খেলা
মাঝ পুকুরে করছে খেলা।
খেলার খেলা সঙ্গো হলো
আপন আপণ খুলবে চলো।
দোকান আপন শূন্য ফাঁকা
চামড়া দিয়ে রাখছি ঢাকা।
বৃথা বসা কাজ কাম নাই
চলো ঘোড়ার সাথেই পালাই।