তিনটে প্রাচীর ছিল!
একটা ভাঙ্গা..
একটা আকাশছোয়া,
একটা গড়ে উঠতে গিয়ে মাঝপথে থেমে গেছে;
প্রত্যেকের গায়ে শ্যাওলা।
চুঁইয়ে পড়া জলে নোনা বারুদের ঘ্রাণ!
দূরে বসে প্রাসাদের জানালায় বেহাগ গায় কাদম্বরী;
প্রেমের একঘেয়ে মিষ্টতায় মুখ মরে গেছে,
বিহহের চিরতা পাতা নতুন সুখ খুঁজে আনে।
ওই যে নতুন অশ্বত্থের চারা ফুটছে,তার ধৃষ্টতা কী ক্ষমার যোগ্য?
কালচে পড়া ইটগুলো এখনো কিসের আশায় একে অন্যকে আলিঙ্গনে লিপ্ত?
অসমাপ্ত সময় কী ঐভাবেই গন্ডিতে ঘেরা থাকে!