ঘুসঘুসে গরমে প্যাচপ্যাচে কাদা
প্রাণ বুঝি উড়ে যায়,কী যে করি দাদা।
কাঁচা কাঁচা তাল পেড়ে গপাগপ খাই
তারপরে তলপেটে সে কি ব্যাথা ভাই!


ফুটিফাটা মাঠ গুলো,চারিদিকে ধুলো
তার মাঝে শুয়ে থাকে,কান কাটা হুলো।
আম পাকে,জাম পাকে,পাকে জামরুল
মধু ভুলে পেরনাকো, বিঁধে দেবে হুল।।


পুকুরের পানি যত,মেঘ হোয়ে ভাসে
ফুই ফাই মশা ওড়ে তারি চারপাশে।
গায়ে জামা ভিজে যায়,ঘামে ভেজে চুল
চপ খায় বিশু দাদা, ভারী মশগুল।।


বসে বসে কাজ নাই,লিখে ফেলি তাই
পেটে বড়ো ভুখ চাচা,মুড়ি খেতে চাই।
যদি পড়ে হাসি পায়,চুপচাপ হেসো,
হুকো খানি মুখে পুরে,খুব জোরে কেশো।।