শুকনো শৈবাল গুলো খাদ্য খাদক পরিপূরক,
শালুকের গোঁড়া পোঁতা আছে ঘিলুর থকথকে কাদায়,
দিনের পর দিন কাটছে উল্কাপাতের হাহাকারে
বিষুবরেখা ধরে নীল রক্তের বন্যা।
হিসেবের পাতা ফুরিয়ে গেছে অনেক বছর হলো
পাওয়ার অনন্দ, হারানোর বেদনা দুটোই অবিচ্ছেদ্য।
মুখোশ পরা হাতে কর্ণের রথের চাকা
আকাশে ভাসছে গতিহীন রথের ঘোড়া;
চাবুক আনতে গিয়ে দু ঘড়া সেঁকোবিষ পেড়ে এনেছি
তুমি কী যাবে সঞ্জীবনী চিবোতে!!