অঘোষিত এক যুদ্ধে নেমেছি আমরা
তুমি আমি আমরা সবাই নেমেছি।
কেউ ই নামতে চাইনি, কেউ ই না।
তবু নামতে হয়েছে, লড়তে হোয়েছে।
কতজন চলে গেলো, কতজন এলো;
যুদ্ধের লড়াই কিন্তু যে কে সেই।
লড়াই এর প্রখরতা বড়েও না
লড়াই এর প্রখরতা কমেও না।
যেমন চলছিল তেমন চলছে।
সেই কবে শুরু হয়েছে
এখনও চলেই যাচ্ছে।
এ যুদ্ধের শেষ নেই, বিরাম নেই,
যুদ্ধে মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই।
থাকতে নেই যে ভাই থাকতে নেই।
তুমি আমি আমরা সবাই ক্লান্ত হোয়ে ঢলে পরবো।
যুদ্ধ কিন্তু যেমন চলছে চলতেই থাকবে।