এসো বাবা কাছে এসো, আর বুঝি পারিনে,
চুপটিতে বসে পড়,কম যেনো খেওনে,
বেছে বুছে, দেখে শুনে, বুঝে টুঝে খেয়ে নাও
বাকি তুমি ট্যাঁকে ভরো,পরে যদি নাহি পাও।।
পেটে খেলে পিঠে সয়,ভুলে যেনো যেওনা
নিজে যত পারো ঠুসো,অন্যকে দিওনা।
খাবে তুমি মন দিয়ে,কারো কথা ভাবো না,
কেউ যদি কিছু বলে, মনে কিছু কোরো না।
দেখো যদি চোখ চেয়ে, নাহি খেয়ে মরছে
তুমি কিছু কোরোনাকো,কত কিছু চলছে।।
সব দিকে চোখ বলো কভু কী গো দেওয়া যায়?
নিজে খেয়ে বাঁচো আগে, এই কথা বোঝা চায়।
যত পারো খেয়ে যাও, ভুলে যেনো থেমো না
মগডালে বসে থাকো, নিচে চেয়ে দেখো না।
দেখনাকো, নেমনাকো, যা হবে তা হয়েযাক
তুমি শুধু লুটে যাও, পেট ফুলে জয়ঢাক।।