কি আর বলি দাদা,দিনকাল ভালো নয়
সোজা পথ দুর্গম,বাঁকা তাই যাতি হয়।
ভালো কথা কইলে খেতে হয় গালাগাল
হাড়ে হাড়ে টের পাই,কত ধানে কত চাল।।


যতটুকু আছে তাতে দিন ভাই চলেনা
প্রভু মন কি কঠিন! কিছুতেই গলেনা!
এটা পড়ি,ওটা পড়ি,মনে কিছু ধরেনা
মন তাই ভালো নেই,কেউ কেন বোঝেনা?


আজ মন ভালো নেই,কালকেও ছিল তাই
মনে হয় বনবাসে সব ছেড়ে চলে যাই,
গিয়েই বা লাভ কি?সেখানেও জ্বালাতন
দিন রাত লেগে আছে মশাদের উচাটন।


তার চেয়ে সব ছেড়ে চুপ্টিতে দেই ঘুম
নয়তোবা বসে থাকি ফাঁকা ঘরে গুমসুম।
মন আজ ভালো নেই,কোনোদিনই থাকেনা
তাইতে তো চুপ থাকি,কিছু ভালো লাগেনা।।