তুমি কাজ করো
তুমি মাথার ঘাম পায়ে ফেলো
তুমিই আসল ভাই।
যারা কথা বলে বেশি
আর কাজ করে একটুও না
তাদের প্রতি বিশ্বাস নাই।
তুমি ঘর গড়ে তোলো
গড়ে তোলো মন্দির মসজিদ গির্জা।
তুমি নিজের অজান্তে
মনে মন্দিরে কর্মকে দিয়েছো ঠাঁই।
তোমার মুক্তি হয়েছে।
তোমার কোন ভয় নাই।
সে জন তোমার সাথেই আছেন।
সেজন তোমার পাশেই আছেন।
তুমি তারই সেবা করছো
শুধু নিজে জানো নাই।
তুমিই আসল।
তুমিই কর্মী।
সত্য তোমারই তো নাম ভাই।
কর্ম সত্য সত্য কর্ম
নাই ভেদাভেদ নাই অধর্ম
কর্ম করা চাই।
কর্মে সত্য পাই।