নাই পেটে ভাত নাইকো টাকা
মনের দুখ কাকে বলি,
বেঁচে আছি তবুও বেশ
হাড়কাটা গলি।


মনের কোণে কোণে দাগ গো বন্ধু কোণে কোণে দাগ
কপালে নাই কোরমা পোলাও কুমড়ো ফুলের শাগ।
গামছা বাঁধা খিদের টানে
টেনে টেনে পথ চলি।


কপাল জন্মকাল পোড়া গো মশাই জন্মকাল পোড়া
হোঁচট খেয়ে চলছি মশাই পা খোঁড়া ঘোড়া।
পেটের টানে হেথা সেথা
ঘোরাঘুরি অলি গলি।


ঘটে বুদ্ধি কিছুই নাই গো বাবু বুদ্ধি কিছুই নাই
পেটের লাগি সকাল বিকেল ফাওড়া যে চালাই।
পকেটে তবু ফাঁকাই থাকে
হারিয়ে গেছে রংতুলি।


মনের খবর জানি না গো মনের খবর জানিনা
নিজের ফাঁদে নিজেই পড়ি রাস্তা চিনি না।
আকাশ পাতাল স্বপ্ন গড়ি
উজান পথের অঞ্জলি।