লেখার কোনো মূল্য নাই
তবুও যেন লেখা চাই।
হীজি বিজি হরেক লেখা
লেখার চোখে বাক্য দেখা।
আসছে যাচ্ছে থামছে না
কোনো বাধাই মানছে না।
লেখার ভিতর লেখা রয়
আপন মনে কথা কয়।
কবি কবি আসে ভাব
লেখা যেনো শুকনো ডাব।
কবিতা তে জাদু আচে
লিখলে পরে মনটি বাঁচে।
সবাই মিলে লিখছি দেখো
ভুল করে ভাই নিজেই শেখ।
তত্ব কথাই মত্ত নাই
লেখা এলেই লেখা যায়।
জোর করে ভাই হইনা কিছু
ঘোরাঘুরি সবার পিছু।
এদিক আসে ওদিক যাই
কোনো কিছুর ভাবনা নাই।
ভাবনা ভেবে হবে কি?
চিন্তা যত ভাসিয়ে দি।
চিন্তা চিতা পুড়িয়ে মারে
দাও গো ওকে বাহির করে।
ভাবনা বেশি ভেবো না
ভেবে কিছু হবে না।
ভাবলে তুমি ভাবনা কত
লেখ দেখি মনের মত।
মনের মতন লেখা পেলে
যাব ছুটে সকল ফেলে।
হাসির লেখা,মজার লেখা
উল্টো চোখে জগৎ দেখা।
সোজা উল্টো ধরা গোল
লিখতে শিখে হই পাগল।
নিজের ওপর নিজেই হাসি
দেখে শুনে দারুন খুশি।
খুশির হাওয়া মিলিয়ে যায়
তবুও যে তার দেখা নাই।
সে যে থাকে আশে পাশে
পরশ দিয়ে দুঃখ নাশে।
সেজনা ভাই আসল রসিক
অচিন পথের চতুর পথিক।
লেখার খেলা সাঙ্গ হল
চোখটি খুলে মুখটি তোলো।