দুগ্গী পুজোর ঠেলায় চাচি পকেট হল ফাঁকা,
ভাঁড়ার ঘরের টান পড়েছে তাই তো তোকে ডাকা।
সঙ্গে যেন আনিস গো মা অঢেল অনেক অর্থ,
তোর কৃপতে করবো মা জয় সর্গ থেকে মর্ত।
আম্বানিদার ঘরে শুনি তোর যে স্থায়ী বাস,
আসবি না কি আমার ঘরে,মিটবে না মোর আশ?
তোর কৃপাতে মাফ হয়ে যায় যতই করুক দোষ
আয় তো দেখি আমার ঘরে,বুকের রক্ত চোষ।
আমার ঘরে আয় তো দেকি,কানা তো তুই নস
নিজের আসন নিজে গড়ে নিজেই পেতে বস।
অন্য কোথাও যাসনেরে লো,যতই তারা ডাকুক
জয় মা জয় মা বলে যতই গলা ফেরে হাঁকুক।
তেল চপচপ যে মাথাটা দেখতে মা তুই পাবি
আমি জানি গুটি গুটি সেই ঘরেতেই যাবি।
যার ঘরেতে তুই মা আছিস তার কি চিন্তা বল
সরস্বতী মরুক গে ছাই, সোনায় ভরবে ঘর।
অন্যেরা সব মাথামোটা,অন্য ঠাকুর পুজে
আমি চালাক,মহাজ্ঞানী,ধরবো তোকে খুঁজে।
দরকার খুব,খুঁজে পেতে,আনবো তোকে তাই
খরচ যত,হাজার গুনে উসুল করা চাই।
মূর্খ আমি,অর্থ বিনে,আর কিছু না চাই
জয় জয় জয় লক্ষ্মী রে তুই তাড়াতাড়ি আয়।।