বাতাসে সেদিন ছিল বারুদের গন্ধ
মুষ্টিবদ্ধ হাত গুলো নেতিয়ে পড়েছিল।
হৃদয় ছিল স্তব্ধ,
হাহাকার করা বুকের ভেতরে থাকা হৃদয়ের অঙ্গার
খুঁজছিল মরুভূমির ওয়েশিষ।
হাপিয়ে ওঠা অন্তস্থল থেকে বেরিয়ে আসছিল তপ্ত নিঃশ্বাস!
তবুও এগিয়ে চলা থামেনি।
আগমনী গান শোনার জন্য উৎসুক ছিল প্রাণ,
বিশ্বাস ছিল দিন বদলের।
গর্জে ওঠা হুঙ্কারে ছিল হিসেব মিলাবার কথা,
এক পা এক পা করে মেপে নেওয়া হবে জমি
হভাতেরা একদিন ঠিক বুঝে নেবে তাদের পাওনা।
মিলিয়ে নিও!! সেদিন খুব একটা দূরে নয়।।