ঘড়ির কাঁটার মতন মেপে মেপে চলো?
খুব ভালো, খুব ভালো।
ওতে শান্তি আসে, আসে উন্নতি।
আমরা একটু অন্যরকম।
আমরা মনের কথা শুনে চলি।
তোমরা লাভ-ক্ষতির হিসাব টাকা দিয়ে করো
আমরা মানুষ দিয়ে করি।
তোমাদের কাছে টাকাই সব।
আমাদের কাছে মানুষ ই সব।
আমাদেরকে তোমাদের ভালো লাগবে না।
আমরা বেকার আমরা বাউণ্ডুলে,
পকেটে টাকা নেই তবু হৈ-হুল্লোড় করি,
লোকের বিপদে-আপদে ছুটে যাই।
বাড়ির লোকেরা বিরক্ত হয় তোমরা বিরক্ত হও।
কিন্তু কি করব?
ভগবান সবাইকে একরকম বানাইনি।
তোমরা তোমাদের মতো থাকো
আমরা আমাদের মতো থাকি।