ছুটছি সবাই ছুটছি দ্যেখো
ছুটছে সবাই, ছুটছি তাই,
সকাল থেকে রাত্রি হলো
ছোটার কোনই বিরাম নাই।
তুমিও ছোটো আমিও ছুটি
ছুটতে থাকার নাইকো শেষ,
দিনের শেষে ঘুমের দেশে
থাকছে দ্যেখো ছোটার রেশ।
চাও বা না চাও,ছুটতে হবে
থামার কোথাও জায়গা নাই
পাবে যত চাইবে তত
ভর্তি পকেট শান্তি নাই।
জন্ম থেকে মরণ হবে
থামতে তুমি পারবে না।
চাইবে তুমি একটু জিরোই
কিন্তু তোমায় ছাড়বে না।
পাওয়ার নেশা ভীষণ মধুর
লাগাম কভু পরবে না,
দিনের শেষে শূন্য হবেই
বুঝেও যে কেউ থামবে না।।