জানলার কাঁচের দূরবীন দিয়ে আস্তাকুঁড়ে সুলতান দেখেছি,
তুমি অচলায়তন দেখেছ,
আমি কালাপাহাড় দেখেছি!
এক এক করে দুজনেই চিনেছি,
দেখে ফেলেছি সবাই পাপ পুণ্যের উলঙ্গ নাচ।
আয় তুই আর আমি কালী হয়ে যায়
বুকে পা দিয়ে দাড়ায় নেশাগ্রস্ত সমাজের।
মাথার খুলি থেকে টেনে বের করে আনি মেরুদন্ড।
আর কত সহ্য করলে সর্বংসহা হওয়া যায় বল?
রক্তের স্বাদ মেশানো পায়েস রান্না হচ্ছে চোখের আড়ালে,
জিভ লক লক করছে তাদের।
আয় তো রে!
টেনে বের করে আনি নিজের ভিতরের সারমেয় টাকে।
হোমের অগ্নিকুন্ড জ্বলে উঠুক,
বুভুক্ষু হুঙ্কারে আতঙ্কিত হোক পৃথিবী,
আজ মহাপ্রলয়ের সন্ধিক্ষণে আমাদের ফুলসজ্জা হোক...
তোর পাঠানো টুকরোটা তুলে রেখেছি
তুলে রেখেছি যত্ন করে,
ভালোবেসে বুকের ডানদিকে রেখেছি।
একদিন পোড়াবো ঠিক চিতার নিভু নিভু আঁচে
নিজের থেকে নিজেকে মুক্ত করবই একদিন।
তুই পার্বতী হোস না হোস,
আমি রাধা হতে রাজি নই।