চিন্তা গুলো উল্টো পাল্টা
চারিধারে পাক খাচ্ছে।
লক্ষ্য কোনটা কোনটা নকল
সেটাই ভাবিয়ে মারছে।
কি ঠিক কি ভুল জানি নাই
নিজের ই অস্তিত্ব নাই।
তাই,
আম জাম পাকা বেল কতবেল
মারুতি চাকা সাইকেল বেল।
ধোঁয়া পরীক্ষা রং ইটা চাঁদা
লংকা বেগুন গোছা গোছা আদা।
সুগার মুক্ত চা এর গেলাস,
চাবর হুকুম ফাষ্টও কেলাস।
সোজা বাঁকা কত জানলার সিক,
ধরছি ছাড়ছি সঠিক বেঠিক।
ঠান্ডা আসছে গরম ও যাচ্ছে,
আলো আঁধারিতে ডাঙালি লাফাচ্ছে।
বাস।
শেষ।