সেদিন ঝড় এসেছিল দমকা বেগে
খড়কুটোর মতন ভেসে গেছিলো আবেগ,
চোখের কোণের জল সেদিন ভিজিয়েছিল মাটি
সিক্ত হয়েছিল ধরণী।
সেই মাটিতেই আজ নতুন প্রাণের আভাস,
ভেজা চোখে নতুন দিনের স্বপ্ন।
আলগা হয় পড়া মুঠো ধীরে ধীরে শক্ত হচ্ছে আবার,
বুকের ভাঙ্গা পাঁজরে নতুন হাওয়া প্রাণের সন্ধান দিচ্ছে
আশা জাগছে নতুন করে বাঁচার,
অঙ্গীকার দিন বদলের।।