নিজ ঘরে ঘোর কাটিয়ে
অঘোরী পড়ে লুটিয়ে।
সদানন্দে কয় গো কথন
সত্যকথন সত্য বচন।
সত্যের রূপ-রস ভেদ নাই
হৃদমাঝারে গিয়ে নেয় ঠাঁই।
উচ্চাসনী বিনয় ভরা
আনন্দময় মাটির ঘড়া।
সহজ বলে সহজ বোঝায়
তত্ত্বাতত্ব মারপ্যাঁচ নাই।
যা জানি ভাই সেটেই বলে
বৈরাগ্য করুণা গলে।
আপন ভোলা আপনি মগন
আনজনায় করে গো আপন।
শিব তত্ত্ব কয় সহজ করে
সংসারে জা পটি ধরে।
আপন পরে নাই ভেদাভেদ
কাল মারিতে নাই কোন খেদ।
সত্যের আপন রূপটি চেনায়
সত্যকথন সে গেয়ে যায়।
অজ্ঞানীরে রে জড়িয়ে ধরে
প্রেমের সুধায় ভাণ্ড ভরে।
তপ্ত কাঞ্চন শীতল পরশ
সদাই অভিলাষের দরশ।
প্রেম দিলো গো বৈরাগীর ঘরে
মন নিজ বাসভূমে ফেরে।
নাই শাস্ত্রজ্ঞান নই তত্ত্বজ্ঞানী
প্রেম পাইলাম দোশী অজ্ঞানী।
করছিলাম গো মানুষ ভজন
কাঞ্চনে দেয় আশিষ বচন।
আশীষ পেয়ে যাই এগিয়ে
প্রেমে গো ভুবন মাতিয়ে।
সত্য প্রেম ভাই প্রেমই সত্য
নয় কঠিন মোটে এ তত্ব।
সত্য প্রেমের গান গেয়ে যাই
আনন্দে বলি জয় নিতাই।
প্রেমের কথা যাব বলি
আসুক ত্রেতা দ্বাপর কলি।
প্রেম হীরকের নাইকো হরন
প্রেমের পথিক নাইকো মরন।
কভু আমার মরণ তো নাই
মৃত্যুঞ্জয় দোশী গো ভাই।