শিশুর কথা,শিশুর মন
সহজ পথে গুপ্তধন।
শিশু সরল,শিশুর হাসি
তাইতো শিশুর সঙ্গে মিশি।
হাসে ওরা,ওরাই কাঁদে
পড়বেনাকো বিষম ফাঁদে।
ওরা ভালো,ওরাই ভালো
মনের ভিতর নাইকো কালো।
ওরা অবুঝ,ওরাই বোঝে
তাইতো গো মন ওদের খোঁজে।
নয়কো পুরুষ নয়কো নারী
তাইতো ওদের প্রণাম করি।
ওদের সাথে মিশলে পরে
মনের কলি যাবেই দূরে।
ওরাই সরল,সহজ বটে
প্রেমের টানে পুষ্প ফোটে।
প্রহার দিলে ফুল ফোটেনা
ওদের ওপর হাত তুলোনা।
ওদের সাথেই হাসো খেলো
ওদের সাথেই ডানা মেলো।
প্যাঁচ পইজার নেইকো মনে,
যাচ্ছে ভেসে আপন মনে।
ওরা আসল,নকল তো নয়
ওদের সাথেই সেইজনা রয়।
তত্ব মত্ত ধার ধারেনা
হাসতে পেলে আর ছাড়ে না।
বিজ্ঞ ওরা,ওরাই অবুঝ
ভোরের শিশির,শস্য সবুজ।
জীবন ওদের সঙ্গে নাচে
ওদের ভিতর মানুষ আছে।
সদাহাস্য,সদাই নবীন
বিদ্যে বোঝায় হয়নি মলিন।
ওদের মনের নাই তুলনা
শুনলে পরে ভুল হবেনা।
ওদের ভিতর পাপ কিছু নাই
সেজন সুজন,দেখতে গো পাই।
ওদের ভিতর সব ই আছে
শেখার অনেক ওদের কাছে।
বৃদ্ধে বিজ্ঞ,যৌবন জীবন
সবার উপর শিশু নারায়ণ।
বক্ষে ওদের চরণ ধরি
ওরাই যে গো পারের কড়ি।
জানেনা কো ছলা কলা
ওদের সাথেই জীবন চলা।
শিশু,মানুষ, দুইটি রতন
বক্ষে ধরি করে যতন।
শিশুর হাসি শুনবো যবে
সেইদিন মোর মুক্তি হবে।